নিজের নিকৃষ্ট কালে চিরশ্রেষ্ঠ ব্যক্তিদের সঙ্গ পাওয়ার জন্য রয়েছে বই; আর সমকালের নিকৃষ্ট ব্যক্তিদের সঙ্গ পাওয়ার জন্যে রয়েছে টেলিভিশন ও সংবাদপত্র। - হুমায়ুন আজাদ


রবিবার, ১ আগস্ট, ২০১০

মুক্ত ভাবনার যাত্রা শুরু

বিজ্ঞান, দর্শন , ধর্ম ও যুক্তিবাদ সংক্রান্ত বইগুলোর সাথে বাংলাভাষী পাঠকদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই মুক্ত ভাবনার যাত্রা। বিজ্ঞান ও মুক্তচিন্তা বিষয়ক বই পত্রগুলো ইন্টারনেটে বিনামূল্যে সহজলভ্য নয় ।  এই সব বইয়ের অনলাইন সংস্করণ সকলের কাছে বিনামূল্যে সহজলভ্য করে তুলতে আমাদের এই উদ্যাগ এই কর্মযজ্ঞে আমাদের সাথে যোগ দিতে পারেন আপনিও। আপনার কাছে থাকা মুক্তচিন্তা বিষয়ক বইটি (বাংলায় সংক্ষিপ্ত বর্ণনাসহ) আমাদের ই-মেলে পাঠিয়ে দিতে পারেন। আপনার নামোল্লেখ বা নাম-উল্লেখ ছাড়াই (আপনার ইচ্ছানুসারে) বইটির বিবরণ ব্লগে প্রকাশিত হবে। সেই সাথে বইটির মিডিয়াফায়ার লিঙ্ক সংযুক্ত করা হবে।

আমাদের ই-মেল ঠিকানা:
rationalist.collection@gmail.com

আপনার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করি।
এই ব্লগে আপনার ভ্রমণ আনন্দময় হোক।